কুষ্টিয়ায় তিন তলা বিশিষ্ট নাট মন্দিরের ভিত্তিপ্রস্তুর স্থাপন করলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা ।
কুষ্টিয়া প্রতিনিধি,ওয়াহিদুজ্জামান অর্ক
কালিশংকরপুর সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে নব-নির্মিত দূর্গা মন্দিরসহ তিন তলা বিশিষ্ট নাট মন্দিরের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে কালিশংকরপুর সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি সুব্রত কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। বিশেষ অতিথি ছিলেন বড় বাজার সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা বিশু, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর পিয়ার আলী জুমারত, কালিশংকরপুর সার্বজনীন পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র ঘোষ, আইন উপদেষ্টা এ্যাডভোকেট সমীর কান্তি দাস, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কিশোর কুমার ঘোষ, সভাপতি মন্ডলীর সদস্য তুহিন কান্তি চাকী। এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।